শিরোনাম
সাতক্ষীরা, ২৭ এপ্রিল ২০২৪ (বাসস) : জেলার কালিগঞ্জ উপজেলায় আজ ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো চারশ’ কেজি আম জব্দের পর সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে অভিযানকালে এসব আম জব্দ করার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী জানান, উপজেলার কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম রাসায়নিক দ্রব্যের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছিল। এ খবরের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকায ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো চারশ’ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। পরে জব্দকৃত আম গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।
অভিযানকালে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।