শিরোনাম
জয়পুরহাট, ২৮ এপ্রিল, ২০২৪ (বাসস): আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে
সচেতন করার লক্ষ্যে ” স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে র্যালি, আলোচনা সভা, স্বাস্থ্য ক্যাম্প ও লিগ্যাল এইড মেলা এবং বৃক্ষ রোপণ কর্মসূিচর মধ্য দিয়ে আজ সকালে জয়পুরহাটে উদযাপন করা হলো জাতীয় আইন সহায়তা দিবস-২০২৪।
জয়পুরহাট জেলা জজকোর্ট এলাকায় পায়রা ও বেলুণ উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার জজকোর্ট চত্বরে এসে শেষ হয়। এখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: নূর ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো: সামিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, সদ্য পুলিশ সুপার হিসেবে পদন্নোতিপ্রাপ্ত কে এম এ মামুন খান চিশতী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: রফিকুল ইসলাম তরুণ, জেলা বারের পাবলিক প্রসিউিটর (পিপি) এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: শাহনূর রহমান শাহীন প্রমূখ। আলোচনা সভা শেষে সরকারি খরচে মামলা পরিচালনাকারী প্যানেল আইনজীবীদের মধ্যে ২০২৪ সালের নির্বাচিত সেরা প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড: হাসানুজ্জামন নান্নুকে ক্রেষ্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয় এবং সর্বোচ্চ সংখ্যক আবেদনকারী প্রেরক সংস্থা হিসেবে অগ্রযাত্রা মানিবাধিকার উন্নয়ন ও আইন সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক এ্যাড: আরাফাত হোসেন মুনকে ক্রেষ্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। এ ছাড়াও লিগ্যাল এইড মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আদালত চত্বরে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। জেলা আইন সহায়তা কমিটির পক্ষ থেকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে ৬৫৬ জনকে। এরমধ্যে নারী হচ্ছেন ৫১৫ জন ও পুরুষ রয়েছেন ১৪১ জন। এ ছাড়াও চলমান মামলায় সহায়তা প্রদান করা হয়েছে ৪৮৯ টি। এরমধ্যে রয়েছে দেওয়ানী ৪৪টি, ফৌজদারী ২৮৯ টি ও পারিবারিক ১৫৬টি। বিকল্প বিরোধ নিষ্পত্তি করা হয় ২৮৬ টি মামলা এবং আদালতে চলমান মামলা উভয় পক্ষে সমঝোতার ভিত্তিতে ২৩৪ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে জানান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো: সামিউল ইসলাম। জেলা ও দায়রা জজসহ জজশীপের অন্যান্য বিচারকবৃন্দ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, আইনজীবী সহকারী, সাংবাদিক ও বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা র্যালীসহ বিভিন্ন কর্মসূচিীত অংশগ্রহণকরেন।