বাসস
  ০১ মে ২০২৪, ১৩:০২

জয়পুরহাটে মহান মে দিবস পালিত

জয়পুরহাট, ১ মে, ২০২৪ (বাসস): ‘শ্রমিক- মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভর া মধ্য দিয়ে আজ বুধবার জয়পুরহাটে পালন করা হলো মহান মে দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও শ্রমিক ফেডারেশনে যৌথ ভাবে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। মহান মে দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মহীউদ্দিন জাহাঙ্গীর। মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, উপজেলা নির্বাহী অফিসার জয়পুরহাট সদর রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আদিবা সুলতানা শিফাত, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমূখ। এ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি পালন করছেন।