বাসস
  ০৪ মে ২০২৪, ২০:২৪

শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা : চসিক মেয়র 

চট্টগ্রাম, ৪ মে, ২০২৪ (বাসস) : চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সংস্কৃতি চর্চা শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করে। আজ শনিবার বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। 
তিনি বলেন, আমি চাই শিক্ষার্থীরা ক্রীড়া, বিতর্ক ও সংস্কৃতি চর্চার মাধ্যমে এগিয়ে যাক। পশুর ঘরে জন্ম নিলেই পশু হয়, কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়েও প্রকৃত মানুষ হতে হলে প্রয়োজন সংস্কৃতি চর্চা। সংস্কৃতিহীন মানুষ শিকড়হীন মানুষ। তাই, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করার। এ সময় মেয়র বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীর মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগলাভসহ বিভিন্ন একাডেমিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নোমান আল মাহামুদ, ড. বিপ্লব গাঙ্গুলী, কাউন্সিলর এম.আশরাফুল আলম, জয়ন্ত বাড়ৈ, সাংবাদিক কলিম সরওয়ার,  প্রধান শিক্ষক জাকের হোসেন, চসিকের প্রধান প্রকৌশলী শাহিনুল ইসলাম, গোলাম ফোরকান, নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তাসমিয়া তাহাসিন, সহকারী প্রকৌশলী মাহমুদ সাফকাত, মো. হোসেন, ডা. সেলিমগীর, নুরুল আমীন, আবদুল হাই খোকন এবং রাশেদ সরওয়ার।
এরপর মেয়র ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের মোজাহের উল্ল্যাহ মুহুরী বাড়ি, হাজী সিদ্দিক আহমেদ বাদামতল রোড এবং বাই লেন, ডিসি কামাল বাড়ি, খালাসী পুকুর পাড় এবং লেন বাই লেন, মোহাম্মদ মিয়া কন্ট্রাক্টর বাড়ি রোড এবং লেন বাই লেন, মুক্তিযোদ্ধা আইয়ুব বাড়ি রোড, থানা রোড, আহমেদ হোসাইন কন্ট্রাক্টর বাড়ি, খাজা রোড এবং লেন বাই লেন এবং সাদেক শাহ মাজার রোড এবং লেন বাই লেনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এম আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী তাসমিয়া তাহাসিন, সহকারী প্রকৌশলী মাহমুদ সাফকাত প্রমুখ।