বাসস
  ০৬ মে ২০২৪, ২০:০৫

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে ছাত্র সমাবেশ 

মুন্সীগঞ্জ, ৬ মে, ২০২৪ (বাসস): স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি এবং গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে ন্যায্যতা, ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করেন বক্তারা। 
ছাত্রলীগ নেতা গাজী রাফসান সাহাব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছি।