শিরোনাম
চুয়াডাঙ্গা, ৮ মে, ২০২৪ (বাসস): জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদের ভোট গ্রহণ গহেণ শুরু হয়েছে । সকাল ৮ টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুটি উপজেলায় ভোটের বিভিন্ন সরঞ্জামাদি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে। এবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জীবননগরে ও দামুড়হুদায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
প্রতিন্দন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকির অভিযোগ তুলেছেন। কোন কোন প্রার্থী নির্বাচনে কারচুপি হওয়ার আশংকা করছেন। এদিকে নির্বাচনকে সুস্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালাচ্ছেন।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিন্দ›দ্বিতা করছেন। এখানে ৯৬ টি কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিন্দন্দ্বিতা করছেন। এখানে ৬২ টি কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৩৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।