বাসস
  ০৮ মে ২০২৪, ১৬:০০
আপডেট : ০৮ মে ২০২৪, ১৬:০৩

ঝালকাঠিতে চোরাই মোটর সাইকেলসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠি, ৮ মে, ২০২৪ (বাসস) : ঝালকাঠিতে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান রাকিব তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বরিশাল বিবির পুকুর পাড়  থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব (২৬) নলছিটি তিমিরকাঠি এলাকার রফিক তালুকদারের ছেলে।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গত ২৯ এপ্রিল ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার হার্ডওয়ারের দোকানের সামনে থেকে ইয়ামাহা এফজেড কোম্পানির একটি মোটরসাইকেল চুরি হয়। পরে  মোটরসাইকেলের মালিক আল রিয়াদ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল বিবির পুকুর পাড় থেকে রাকিব তালুকদারকে গ্রেপ্তার করে। থানায় জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে যে সে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা। রাকিবের নামে খুলনায় আরো একটি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। চুরির পাশাপাশি বিভিন্ন অপরাধের সাথেও সে জড়িত। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।