শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৯ মে,২০২৪ (বাসস) : গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ব্রি হাইব্রিড ধান ৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ মাঠ দিবসের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাস, কৃষক নাজমুল মোল্লা, রমজান সরদার, জাহাঙ্গীর গাজী, আরিফ গাজী, মিজান মোল্লা প্রমূখ।
মাঠ দিবস থেকে জানানো হয় নতুন এ জাতের ধান হেক্টরে ১০.৫০ টন ফলন দিয়েছে।
এতে টুঙ্গিপাড়া উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।