শিরোনাম
নওগাঁ, ৯ মে, ২০২৪ (বাসস) : জেলায় চলতি বোরো মৌসুমে ধান কাটা চলছে মহাসমারোহে। ধান কাটার কচাকচ শব্দ আর কৃষি শ্রমিকদের গানের সুরে মুখরিত সোনালী ধানের মাঠ। জমি থেকে শ্রমিকরা মাথায় নিয়ে সোনালী স্বপ্ন পৌঁছে দিচ্ছে কৃষকের ঘরে ঘরে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেছেন, চলতি মওসুমে জেলায় বোরো উৎপাদনে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ২৮ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে।
চলতি বোরো মওসুমে জেলায় ধার্যকৃত লক্ষ্যমত্রার চেয়ে অতিরিক্ত জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ বছর ১ লাখ ৯১ হাজার ৪৯৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। তবে আবাদ হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯২০ হেক্টর জমিতে।
উপজেলা ভিত্তিক নওগাঁ সদর উপজেলায় ১৮,৪০০ হেক্টর, রানীনগর ১৮,৭৫০ হেক্টর, আত্রাই ১৮,৭১০ হেক্টর, মহাদেবপুর ২৮,৩২০ হেক্টর, বদলগাছী ১১,৭৪০ হেক্টর, পতœীতলা ১৯,৫৪৫ হেক্টর, ধামইরহাট ১৮,৮০৫ হেক্টর, সাপাহার ৫,৮২০ হেক্টর, পোরশা ৯,৭২০ হেক্টর, নিয়ামতপুর ২৩,৩৬০ হেক্টর এবং মান্দা উপজেলায় ১৯,৭৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্য এ বছর প্রতি হেক্টর জমিতে ৬ দশমিক ৭২ মেট্রিকটন ধান উৎপাদন নিশ্চিত করা। সেই হিসেবে জেলায় এ বছর মোট ১২ লাখ ৯৬ হাজার ৪২৫ মেট্রিকটন ধান উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। চালের হিসেবে প্রতি হেক্টর জমি থেকে ৪ দশমিক ৪৮ মেট্রিকটন হারে মোট উৎপাদনের পরিমাণ ৮ লাখ ৬৪ হাজার ২৮০ মেট্রিকটন।