বাসস
  ১১ মে ২০২৪, ১৮:০৭

নীলফামারীতে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা

নীলফামারী, ১১ মে ২০২৪ (বাসস) : জেলায় আজ জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার জেলা সদরের নটখানায় অবস্থিত টিএলএমআই (দি লেপ্রসি মিশন ইণ্টারন্যাশনাল) সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
নীলফামারীর সিভিল সার্জন মো. হাসিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা পরিস্থিতি উপস্থাপন করেন খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক মো. মাহবুবুর রহমান। 
জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ উপস্থাপন করেন সহযোগী গবেষণা পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়া খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জানো প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের মাল্টিসেক্টরাল গভর্ন্যান্স-এর ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী। 
খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের সহযোগিতায় জয়েণ্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অর্ধদিনের এ কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ধর্মীয় নেতা, যুব সমাজের প্রতিনিধিসহ ৬০জন অংশগ্রহন করেন।
কর্মশালায় পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতন হওয়া এবং ভেজাল খাদ্য পরিহার করার আহবান জানানো হয়।