বাসস
  ১২ মে ২০২৪, ১৮:০৯

ফেনীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৫০ জন

ফেনী, ১২ মে, ২০২৪ (বাসস) : ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ফেনীতে  জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫০ জন শিক্ষার্থী। আজ রোববার ফলাফল ঘোষণার পর এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফি উল্ল্যাহ।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় ফেনীতে পাশের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ। জেলার ১৮৫ টি স্কুল হতে ১৭ হাজার ২০৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৩ হাজার ৩৬২ জন। বিপরীতে ফেল করেছে ৩ হাজার ৮৪৬ জন। জেলায় শতভাগ পাশ করেছে ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান।এসএসসির ফলাফল অনুযায়ী ৭৯ দশমিক ৫৮ শতাংশ পাশের হার নিয়ে জেলার শীর্ষস্থানে রয়েছে ছাগলনাইয়া উপজেলা এবং ৬৫ দশমিক ১৭ শতাংশ নিয়ে সবার পিছিয়ে ফুলগাজী উপজেলা। জেলায় দাখিল পরীক্ষায় পাশের হার ৭১ দশমিক ৩৭ শতাংশ। এসএসসি ও দাখিল ভোকেশনালে পাশের হার ৮৬ দশমিক ৮৮ শতাংশ।
অন্যদিকে প্রতিবারের মতো এবারও এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৬১ জন বিজ্ঞান বিভাগ ও একজন মানবিক বিভাগের শিক্ষার্থী।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, সেনাসদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা, সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে।
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, স্কুল থেকে ১৬৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৯ দশমিক ২৪। মোট ২৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, এসএসসি পরীক্ষায় জেলার সার্বিক ফল সন্তোষজনক।