শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৩ মে, ২০২৪ (বাসস): আজ সোমবার এখানে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করে।
জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মহবুবুল আলম। সহকারী কমিশনার রন্টি পোদ্দারের সঞ্চালনায় বক্তৃতা করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন- সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, জেলা তথ্য কর্মকর্তা মো. সোলায়মান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. আল-আমিন সিকদার, মো. নাজমুল হাসান নাজিম প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল-রেস্তোরা ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।