বাসস
  ১৪ মে ২০২৪, ১১:৩৯

শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার

শরীয়তপুর, ১৪ মে, ২০২৪ (বাসস) : প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  হয়েছে শরীয়তপুরে। জেলা প্রশাসন শরীয়তপুর ও ওয়েলফেয়ার সেন্টার গোপালগঞ্জের  উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের  সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রেইজ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সৌরেন্দ্র নাথ সাহা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুদ্দিন গিয়াস,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন,জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ। এছাড়াও অভিবাসী ও পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধাগণ, এনজিও প্রতিনিধিসহ সংবাদকর্মীগণ সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা প্রবাস ফেরত বেকারদের পুনঃ কর্মসংস্থান বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মাধ্যমে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করে থাকে সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।