শিরোনাম
দিনাজপুর, ১৫ মে ২০২৪ (বাসস): জেলার ফুলবাড়ী উপজেলায় আজ ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
আজ বুধবার বিকেল ৪ টায় ফুলবাড়ী উপজেলার খাদ্য গুদামে ইরি- বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিন- এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মো. ইমরান, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য ও কৃষক প্রতিনিধি অম্বরীশ রায় চৌধুরী, ফুলবাড়ীর আমিন অটো রাইস মিলের আলহাজ্ব রুহুল আমিন, ফুলবাড়ী বঙ্গ মিলার্স কোম্পানী লি.- এর মো. জাকারিয়া, ফুলবাড়ী কালি রাইস মিলের শ্রী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে কৃষক আলিম উদ্দিনের একটন ধান ও কৃষক অভিনন্দন রায়ের দুইটন চাল ক্রয়ের মধ্য দিয়ে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. রহমত আলী ।
চলতি বছর প্রতিকেজি ধান ৩২ টাকা, প্রতিকেজি চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা কেজি দরে ক্রয় করবেন।