শিরোনাম
ভোলা, ১৬ মে, ২০২৪ (বাসস): জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪৮ জন জেলের মধ্যে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের হাতে এসব উপকরণ তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামান। উপস্থিত ছিলেন- পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ অন্যরা।