শিরোনাম
সুনামগঞ্জ, ১৮ মে ২০২৪ (বাসস) : জেলার জামালগঞ্জ উপজেলায় আজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়াকে (নুসু মিয়া) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ কামলাবাজ জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এদিন, আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুসফিকুন নূর-এর নেতৃত্বে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস-সহ একদল পুলিশ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পনসহ তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বেজে উঠে।
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক কমান্ডার এডভোকেট আসাদ উল্লাহ সরকার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া (নুসু মিয়া)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া (নুসু মিয়া) শুক্রবার রাত সাড়ে ৯ টায় জেলার জামালগঞ্জ উপজেলার ডিলারপট্টি এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুইছেলে ও এক মেয়ে রেখে গেছেন।