শিরোনাম
ঢাকা, ২০ মে, ২০২৪ (বাসস) : বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। কড়াকড়ি প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।
ইআরএফ সভাপতি বলেন, সাংবাদিকেরা আগে নিজের কার্ড প্রদর্শন করে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারতেন। বাংলাদেশ ব্যাংক থেকে সাময়িক পাস দেওয়া হতো; এখন তা বন্ধ করা হয়েছে। এর ফলে সাংবাদিকরা তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি আগের মত সাময়িক পাস দিয়ে সাংবাদিকদের সশরীরে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান।