শিরোনাম
বগুড়া, ২১ মে, ২০২৪ (বাসস) : জেলার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আদমদীঘিতে রাজু, দুপচাঁচিয়ায় বিপ্লব ও কাহালুতে সুরুজ।
সংশ্লিষ্ট উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তর ও নিয়ন্ত্রণ কক্ষে প্রেরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
আদমদীঘি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) প্রতীকে ৩৯ হাজার ৮৩২ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১২৮ ভোট।
দুপচাঁচিয়ায় উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক প্রামানিক আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪২৯ ভোট।
কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ আনারস প্রতীকে ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৪৬ ভোট।