শিরোনাম
সাতক্ষীরা, ২৬ মে, ২০২৪(বাসস) : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ সন্ধ্যায় সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে শুরু করেছে।
ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন স্থানীয়রা। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শওকত আলী মোড়ল (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত নঈম আলী মোড়লের ছেলে।
রোববার (২৬ মে) রাত ৮ টার দিকে ১০০নং নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে মারা যান তিনি।
শওকত আলী মোড়লের ভাইপো আজিুজল ইসলাম বলেন, আমার চাচাসহ পরিবারের সদস্যরা নাপিতখালি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় হোঁচট খেয়ে চাচা পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
গাবুর ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের সঙ্গে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।