বাসস
  ২৭ মে ২০২৪, ১৭:৩২

রাঙ্গামাটির ৮৫ সহস্রাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ

রাঙ্গামাটি, ২৭ মে, ২০২৪ (বাসস) : রাঙ্গামাটির ৮৫ সহস্রাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 
আগামী ১জুন পার্বত্য এই জেলায় ৬ থেকে ১১মাস বয়সী ১০হাজার ৫৩৭ শিমুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ শিশুকে লাল রঙের ক্যাপসুলসহ সর্বমোট ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। 
ক্যাম্পেইন উপলক্ষে সোমবার বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশনে সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন।
জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা এ সময় উপস্থিত ছিলেন। এসময় আগামী ১জুনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।