বাসস
  ৩০ মে ২০২৪, ১০:৩২

লক্ষ্মীপুরে সদরে তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান টিপু নির্বাচিত

লক্ষ্মীপুর, ৩০ মে, ২০২৪ (বাসস): ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের সাধারণ নির্বাচনে জেলার সদর থেকে কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ রহমত উল্যা (বিপ্লব) ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছে ৬৩৯৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক লীগের আহবায়ক মো. ইউছুফ পাটোয়ারী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাফিজ উল্যা মাইক প্রতীকে পেয়েছে ৩১ হাজার ১৫৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪১ হাজার ৭৬৮ পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন লিকা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার হাঁস প্রতীক নিয়ে ২৮ হাজার ৭১৫ ভোট পেয়েছে।
২৯ মে রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা পদ্মাসন সিংহ।
এসময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী জানান, সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১৯২ টি।
এতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ৮৪ হাজার ৫৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এতে ১৩.৬৪% ভোটার উপস্থিতি ছিলো।