বাসস
  ৩০ মে ২০২৪, ২৩:১৮

সিলেটে বন্যার্তদের পাশে ছাত্রলীগ

ঢাকা, ৩০ মে, ২০২৪ (বাসস) সিলেটে  বন্যায়  ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবারসহ  ত্রাণ  সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা।
সিলেট এম এ জি ওসমানী  মেডেিকল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আজ   গোয়াইনঘাট উপজেলার রোস্তমúুর ইউনিয়নে পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার, চিড়া, মুড়ি ও রান্না করা খিচুড়ি ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি  ডাঃ সাইফুল ইসলাম জানান  গোয়াইনঘাট উপজেলার রোস্তমúুর ইউনিয়নে ছাত্র লীগের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার চিড়া মুড়ি ও রান্না করা খিচুড়ি ও বিশুদ্ধ  পানির ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুূর্যোগ মোকাবেলা করে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনা ছাত্রলীগ নেতা-কর্মীরা দেশ গড়ার কাজ করতে ঐক্যবদ্ধ।