বাসস
  ৩১ মে ২০২৪, ১৮:২০

হবিগঞ্জের বাহুবলে করাঙ্গী নদীর বাঁধ ভেঙ্গে বিশাল এলাকা প্লাবিত

হবিগঞ্জ, ৩১ মে, ২০২৪ (বাসস) : হবিগঞ্জের বাহুবলে ভারী বর্ষণে ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে করাঙ্গী নদীর বাঁধ ভেঙ্গে বিস্তির্ন এলাকা প্লাবিত হয়েছে। 
শুক্রবার সকালে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নিজগাও গ্রামে এই বাঁধ ভেঙ্গে যায়। ফলে ওই এলাকা প্লাবিত হয়ে লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। 
এদিকে জেলার হাওর গুলোতেও পানি বৃদ্ধি পাচ্ছে। কুশিয়ারা নদীতে পানি বাড়ছে দ্রুতগতিতে। তবে খোয়াই নদীর পানি কিছুটা কমছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, ভারত থেকে আসা পানির কারনে নদী ও হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে।