বাসস
  ০২ জুন ২০২৪, ১৯:১৫

সিলেটে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত 

সিলেট, ২ জুন, ২০২৪ (বাসস) : সিলেটে আজ রোববার দুপুর ২টা ৪৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৪৪১ কিলোমিটার দূরত্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। সিলেটের আবহওয়া অফিস বিষয়টি নিশ্চিত করে। 
এর আগে ২৯ মে (বুধবার) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে সিলেট। ওই ভূ-কম্পনেরও উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৬।