বাসস
  ০২ জুন ২০২৪, ২২:০৬

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকা, ২ জুন, ২০২৪ (বাসস) : ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় আজ দুপুর ২টা ৪৫ মিনিটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ঢাকা থেকে প্রায় ৪৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রতিবেশী দেশ মায়ানমারের মাওলাইক নামক স্থানে ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তবে ভূমিকম্পে  বাংলাদেশে তাৎক্ষনিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৯ মে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।