শিরোনাম
ঢাকা, ২ জুন, ২০২৪ (বাসস) : ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের (চবিসাফ) সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরীর মা আছিয়া খাতুন আর নেই।
তিনি আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বীর মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী প্রয়াত ডা. এ এম জাকেরিয়া চৌধুরীর স্ত্রী।
আছিয়া খাতুন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৫ দিন আগে তার এ ছেলে আবু সেলিম চৌধুরী মারা যান।
তিনি নয় ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সোমবার নামাজে জানাজা শেষে তাকে চট্টগ্রামে দাফন করা হবে।
চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া শাহীন উল ইসলাম চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।