শিরোনাম
ঢাকা, ৩ জুন, ২০২৪ (বাসস): প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক আজ আলবেনিয়ার রাজধানী তিরানায় দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারস (আইসিআইসি)-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন।
ড. আবদুল মালেক বাংলাদেশের প্রতিনিধিত্বকালে ‘তথ্য প্রবেশগম্যতা এবং স্বচ্ছতার মাধ্যমে প্রান্তিক গোষ্ঠীর ক্ষমতায়ন’ শীর্ষক যৌথ উদ্বোধনী প্যানেল অধিবেশনে আলোচক হিসাবে বক্তব্য দেন।
উক্ত প্যানেলে শ্রীলঙ্কার প্রধান তথ্য কমিশনার, আজারবাইজানের ন্যায়পাল এবং আমেরিকার কার্টার সেন্টারের সিনিয়র উপদেষ্টা ছিলেন।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারস (আইসিআইসি) উদ্বোধন করেন।
সম্মেলনে ৮০টি দেশের মোট ১৪০ জন প্রতিনিধি অংশ নেন।