শিরোনাম
ঢাকা, ৩ জুন, ২০২৪ (বাসস): আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক, ৯০-এর স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের অন্যতম নেতা শফি আহম্মেদের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
ওবায়দুল কাদের শোক বিবৃতিতে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মরহুম শফি আহম্মেদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে তিনি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।