বাসস
  ০৩ জুন ২০২৪, ২২:৩৮

প্রধানমন্ত্রীর পক্ষে সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ছাত্রলীগের

    ঢাকা, ৩ জুন, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ  আজ সিলেট নগরী ও জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
সিলেট নগরীর লালদীঘিরপাড় ও কুয়ারপাড় এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।  
এদিকে, প্রধানমন্ত্রীর পক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার, খাবার পানি,মোমবাতি, ওর স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।