বাসস
  ০৪ জুন ২০২৪, ১৮:৩৬

মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব নয়: ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানে বক্তারা

ব্রাহ্মণবাড়িয়া, ৪ জুন, ২০২৪ (বাসস) : জেলার নবীনগর উপজেলার ব্রাহ্মণহাত পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে’র বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশের স্বপ্ন দেখেছিলেন তা মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব । 
বক্তারা বলেন, একমাত্র তরুণ প্রজন্মই পারে দেশকে স্মার্ট আধুনিক সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে। 
শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ব্রাহ্মণহাত পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ। 
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার মো. ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন। 
বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানে যোগদান করে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ  ধারণ এবং মহান মুক্তিযুদ্ধের  চেতনায় নিজেদের গড়ে তুলবে  বলে শপথ গ্রহণ করেন।