শিরোনাম
বগুড়া, ৬ জুন, ২০২৪ (বাসস) : ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বগুড়ার তিনটি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তিন উপজেলায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ধুনটে আসিফ ইকবাল ,শেরপুরে শাহ জামাল ও নন্দীগ্রামে আনোয়ার হোসেন রানা।
ধুনট উপজেলা পরিষদে মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ৩২৪ ভোট। ৯০ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তিন জন। ধুনট উপজেলায় মুহম্মদ আসিফ ইকবাল (আনারস) ৪০ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আশিক খান এ ফলাফল ঘোষণা করেন।
শেরপুর উপজেলায় চতুর্থ ধাপে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত গ্রহণ চলে। এ উপজেলায় ১০৭ কেন্দ্র। মোট ভোটার ২ লাখ ৯৩ হাজার ২৭৩ । চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এ উপজেলায় মো: শাহ জামাল (সিরাজী) (মোটার সাইকেল) বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তিনি ভোট পেয়েছেন ৪০ হাজার ১৮০ ভোট। । ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার সুমন জিহাদী ।
নন্দীগ্রাম উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন। ৪৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার হুমায়ুন কবির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন রানা ( মোটর সাইকেল) ৪১ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারি ভবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।