বাসস
  ০৬ জুন ২০২৪, ১১:৪৪

পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কারে দেড় কোটি টাকা বরাদ্দ

পিরোজপুর, ৬ জুন, ২০২৪ (বাসস): জেলায় চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় জেলার ৩টি সংসদীয় আসনে মোট দেড় কোটি টাকা বরাদ্দ এসেছে। সরকারের দুূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিটি সংসদীয় আসনের অনুকূলে ৫০ লাখ টাকা বরাদ্দ করেছে। চলতি অর্থ বছরের কাবিখা/কাবিটা কর্মসূচির আওতায় প্রাপ্ত এ অর্থ থেকে সংসদ সদস্যগণ তাদের নির্বাচনী এলাকার গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজে এ অর্থ ব্যয় করতে পারবেন। পিরোজপুর-১ , ২ ও ৩ আসনের সংসদ সদস্যগণের কাছে ইতোমধ্যেই প্রকল্প প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।  চলতি অর্থ বছরের ৩০ জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। অন্যান্য সংস্কার কাজের সাথে নতুনভাবে তৈরী অথবা সংস্কারকৃত গ্রামীণ রাস্তার দুই পাশের্^ স্থানীয় কৃষি বিভাগের পরামর্শক্রমে তাল গাছের চারা রোপণের কার্যক্রম অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।