বাসস
  ০৭ জুন ২০২৪, ১০:৫৪

খাগড়াছড়িতে ৮৬০টি গৃহহীন পরিবার দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি-পাকা ঘর পাবে

খাগড়াছড়ি, ৭ জুন, ২০২৪ (বাসস): "আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার" এই প্রতিপাদ্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং জানানো হয়- খাগড়াছড়িতে ৫ম পর্যায়ের (২য় ধাপে) ঘর পাবে ৮৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
জেলা প্রশাসন সূত্রে জানায়, খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) ১ হাজার ৩৮১টি গৃহের মধ্যে ৮৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবারে ভূমিসহ দ্বি-কক্ষ  গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরমধ্যে- খাগড়াছড়ি সদর উপজেলায় ২৮টি, মহালছড়ি উপজেলায় ১১৯টি, দীঘিনালা উপজেলায় ২০০টি, পানছড়িতে ৬৫টি, রামগড়ে ৮১টি, গুইমারায় ১২৫টি, মাটিরাঙ্গায় ৬৫টি, মানিকছড়িতে ১০০টি ও লক্ষীছড়িতে ৭৭টি দ্বি-কক্ষ বিশিষ্ট ভূমিসহ সেমি-পাকা গৃহ হস্তান্তর করা হবে।
এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু দাউদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।