শিরোনাম
শরীয়তপুর, ৭ জুন, ২০২৪ (বাসস): জেলায় প্রান্তিক পর্যায়ের জীবনমান উন্নয়নে সংবাদ মাধ্যমের করণীয় বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
কমিউনিকেশন এন্ড এওয়্যারনেস বিল্ডিং ফর চিলড্রেন, এডলোসেন্ট এন্ড ওমেন ইস্যু প্রজেক্টের আওতায় জেলা প্রশাসন শরীয়তপুর জেলা প্রশাসন ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্মশালার আয়োজন করে।
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফী জাকির হোসেন কর্মশালার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরাণ, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রকৌশল প্রশিক্ষণ) মো. নজরুল ইসলাম, প্রোগ্রামার মো. আব্দুস সালাম, উপ-পরিচালক নুসরাত জাবিন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত ৩৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষ হবে আগামীকাল শনিবার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীল ভুমিকা পালনে এই প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।