শিরোনাম
ঢাকা, ৮ জুন, ২০২৪ (বাসস) : ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে আজ শনিবার সারাদেশে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। ভূমিসেবা সপ্তাহে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদ, ভূমি বিষয়ক অভিযোগসহ সবধরনের সেবাগ্রহণ করতে পারবেন। বাসসের জেলা সংবাদদাতাগণের পাঠানো ভূমিসেবা সপ্তাহ উদ্ভোধনের খবরে জানা যায়-
রাঙ্গামাটি: বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে ভূমিসেবা সপ্তাহর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শরীয়তপুর: সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সংলগ্ন আম্রকাননে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) সদর নাফিজ এলাহী ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম: শনিবার সকালে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সন্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহেদ্দুন্নী, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, বীরপ্রতীক আব্দুল হাই, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
জয়পুরহাট: সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস যৌথভাবে এক সচেতনতামূলক সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মহীউদ্দীন জাহাঙ্গীর। সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গা : সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এরপর ডিসি সাহিত্য মঞ্চে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক। সহকারী কমিশনার আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম প্রমুখ।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। অনুষ্ঠানে সহকারি কমিশনার(ভূমি) সৈকত রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ। বক্তব্য দেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ প্রমূখ।
বগুড়া: সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি,এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক(ভূমি) মোছা. আফসানা ইয়াসমিন,ভূমি অধিকরণ কর্মকর্তা আব্দুল ওয়াজেদ , জেলা সদর নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারি কমিশনার (ভূমি)রাকিব হাসান।
জয়পুরহাট: সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস যৌথভাবে এক সচেতনতামূলক সভার আয়োজন করে। অনুষ্ঠানে ভূমি সেবা অনলাইন ভূমি ব্যবস্থাপনা নিয়ে তৈরি একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মহীউদ্দীন জাহাঙ্গীর। সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ।
নাটোর: সকাল সাড়ে নয়টায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা। জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল আমিন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রজ্জাক এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
নড়াইল: বেলা ১১টায় সদর উপজেলা ভুমি অফিস চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সপ্তাহের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দেবাশীষ অধিকারী ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা ,কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, এপিপি এ্ড. বিকাশ কুমারসহ অন্যান্যারা বক্তব্য রাখেন।
লালমনিরহাট: দুপুরে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ্। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক ও মেয়র রেজাউল করিম স্বপন।
বান্দরবান: সকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এসএম মনঞ্জুরুল হক, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে নার্গিস সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, হেডম্যান, কারবারী এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।।
কুষ্টিয়া: সদর উপজেলা সহকারী ভুমি কমিশনারের কার্যালয়ে সপ্তাহব্যাপী এ সেবার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওয়াদুদ।
গাজীপুর: জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) তামান্না রহমান। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাতেম আলী, গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক।
নীলফামারী: সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সপ্তারের উদ্বোধন করেন- জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বিরোদা রাণী রায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।