শিরোনাম
দিনাজপুর, ৯ জুন, ২০২৪(বাসস): জেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ১৩টি উপজেলার ১০৪টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় ৩ লাখ ১০ হাজার ৫১২টি পরিবার এই তালিকায় ভুক্ত রয়েছে।
বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে খুশি জেলার সব উপজেলার নি¤œ আয়ের জনসাধারণ।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, আজ রোববার সকাল থেকে জেলা শহরসহ ১৩টি উপজেলায় একযোগে টিসিবির পণ্য তেল ডাল ও চাল বাজার মূল্য চেয়ে কম দামে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রম পবিত্র ঈদুল আযহার আগের দিন পর্যন্ত চলমান থাকবে।
দিনাজপুর টিসিবি দপ্তরে দায়িত্ব নিয়োজিত সহকারি পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম সুবিধার্থে জেলায় ১৩০ জন ডিলার নিয়োজিত করা হয়েছে।
টিসিবির সূত্রটি জানায়, জেলার হাকিমপুর উপজেলার হিলি সরকারি কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আজ রোববার বিকেলে উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক একাডেমি শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন।