বাসস
  ১০ জুন ২০২৪, ২০:০৬

এমপি আনার হত্যা: শিমুল ভূঁইয়া ও তানভীরের জামিন নামঞ্জুর 

ঢাকা, ১০ জুন, ২০২৪ (বাসস): ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। 
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তাহমিনা হকের আদালতে আসামিদের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।
এরআগে গত ২৩ মে সৈয়দ আমানুল¬াহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। দুই দফায় তাদের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা তিনজনই ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা কারাগারে আছেন।