শিরোনাম
ঢাকা, ১৩ জুন, ২০২৪ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভোলা, শেরপুর ও ঝিনাইদহ জেলায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ'র চাল বিতরণ করা হচ্ছে।
ভোলা সংবাদদাতা জানান- জেলায় ৯৭ হাজার ৭৮০টি অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেকের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় এসব চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে চাল বিতরণ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন বাসস'কে বলেন, জেলায় মোট চাল বরাদ্দকৃত পরিবারের মধ্যে ৭ উপজেলার ৬৯টি ইউনিয়নে ৭৬ হাজার ২১৫ টি পরিবার রয়েছে। এছাড়া পাঁচটি পৌরসভায় চাল পাচ্ছে ২১ হাজার ৫৬৫ টি পরিবার।
শেরপুর সংবাদদাতা জানান- জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে ২ হাজার ৪৪৭ টি, ধানশাইলে ১ হাজার ৬৮৮টি, নলকুড়ায় ২ হাজার ১৯৩টি, গৌরিপুরে ১ হাজার ২৩০টি, ঝিনাইগাতী সদরে ২ হাজার ১৭৫টি, হাতিবান্দায় ৯২৯, মালিঝিকান্দায় ১ হাজার ৯৬৫টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। আজ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নবর্নিবাচিত ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম রুকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন প্রমুখ।
ঝিনাইদহ সংবাদদাতা জানান- বৃহস্পতিবার দিনব্যাপী জেলা সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের ১৪ গ্রামের ১ হাজার ৫৫৪ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিপটন, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।