বাসস
  ১৩ জুন ২০২৪, ২০:৪৩

বাংলাদেশ উপ-হাইকমিশনে সাংবাদিক রঞ্জন সেনকে আরও দুই বছরের জন্য নিয়োগ

ঢাকা, ১৩ জুন, ২০২৪ (বাসস) : সরকার সাংবাদিক রঞ্জন সেনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ১৩ জুন থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা, ভারত মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা  থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।