বাসস
  ১৫ জুন ২০২৪, ২১:০১

রাঙ্গামাটিতে বজ্রপাতে চারজনের মৃত্যু

রাঙ্গামাটি, ১৫ জুন ২০২৪(বাসস): জেলার লংগদু উপজেলায় আজ বজ্রপাতের পৃথক ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। 
আজ শনিবার  বিকেলে লংগদু উপজেলার আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু ও ভাসাইন্যাদম এলাকায় কাপ্তাই হ্রদে বোটের উপর বজ্রপাতের ঘটনায় একসাথে তিনজন নিহত হন। 
নিহতরা হলেন, গৃহবধু রিনা বেগম (৩৫) এবং বোটের যাত্রি জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০), বাচ্চু মিয়া (৩০)। 
এ ঘটনায়  কাপ্তাই হ্রদের  বোট চালক আক্কাস আলী (৪৫) এখনও নিখোঁজ রয়েছেন ।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে জানান, আজ শনিবার মাইনী বাজার থেকে ভাসাইন্যাদমে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে বোটের তিনযাত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় বোট চালক এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, বজ্রপাতের পৃথক ঘটনায় আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু নিহত হয়েছেন। 
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে লংদু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
এদিকে, বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু  জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে প্রযোজনীয় সহায়তা প্রদান করা হবে।