বাসস
  ১৬ জুন ২০২৪, ১৩:১৮
আপডেট : ১৬ জুন ২০২৪, ১৬:২০

বরিশালে কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণ তদারকিতে মনিটরিং টিম গঠন

বরিশাল, ১৬ জুন, ২০২৪ (বাসস) : কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) একটি মনিটরিং টিম গঠন করেছে। বিসিসি’র নগর ভবন কার্যালয়ের সভা কক্ষে আজ এই টিম গঠন করা হয়।
বিসিসি এলাকার জনসাধারনের কাঙ্খিত চাহিদা বাস্তবায়নের লক্ষ্যে ৩০টি ওর্য়াডের পরিচ্ছন্নতা কার্যক্রম ৬টি জোনে বিভক্ত করে এই মনিটরিং টিম করা হয়েছে। এছাড়াও ঈদের দিন দুপুর ২টা থেকে ঈদের পরবর্তী দিন পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় এবং বিসিসি এলাকার বাসিন্দাদের এ সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানতে বিসিসি কর্তৃপক্ষ কাজ করবে।
এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন বলেন, বিসিসি কর্তৃপক্ষ সামগ্রিক কার্যক্রম তদারকি ও ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে একটি আদেশ জারি করেছে।
এছাড়াও গঠিত মনিটরিং টিমগুলোকে তত্ত্ববধায়ন করবেন প্যানেল মেয়র ও ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।