বাসস
  ১৬ জুন ২০২৪, ১৫:২৮

ঝালকাঠিতে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালকসহ নিহত ২

ঝালকাঠি, ১৬ জুন, ২০২৪ (বাসস):  জেলার নলছিটিতে অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছে।
শনিবার রাত ১টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, বরিশাল থেকে একজন যাত্রী নিয়ে ঝালকাঠির উদেশ্যে যাচ্ছিল একটি সিএনজি। বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বাস অথবা ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক আল-আমিন ও যাত্রী আলতাফ মুন্সী গুরুতর আহত হন।
পরে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম তাদের সড়কে আহত অবস্থায় দেখে নিজ গাড়িতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক এ সময় বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন।
নিহত সিএনজি চালক আল-আমিন (৩৫)  ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাপুর এলাকার আবদুল হকের ছেলে ও নিহত আলতাফ মুন্সী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে ।
এ ব্যাপারে নলছিটি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । দুর্ঘটনা কবলিত সিএনজি উদ্ধার করে নলছিটি থানায় রাখা হয়েছে।