বাসস
  ১৬ জুন ২০২৪, ১৫:৪২

দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে

ঢাকা, ১৬ জুন, ২০২৪ (বাসস): আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়,রাজশাহী,খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা,বরিশাল বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।আগামী ৭২ ঘন্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৭ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।