বাসস
  ১৬ জুন ২০২৪, ১৬:১৪

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্কার্স পাটি

ঢাকা, ১৬ জুন, ২০২৪ (বাসস): বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, মহান ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা। এই উৎসবের মর্মবাণী হলো মানুষের কল্যাণে নিজকে উৎসর্গ করা। নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আজহায় দেশবাসীর জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।