শিরোনাম
লালমনিরহাট,১৬ জুন,২০২৪(বাসস): জেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৯ টায় সদর উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যাক্তির নাম বাবু (৩২)। তিনি ক্যাবল ব্যাবসায়ী। নিহত ব্যাক্তি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছি ইউনিয়নের নেন্দুনেকড়া গ্রামের বাসিন্দা। রংপুর থেকে কুড়িগ্রাম ফেরার পথে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবু মিয়ার স্ত্রীর মৃত্যু হয় এবং স্থানীয়রা বাবু মিয়াকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে সেখানেও বাবু মিয়ার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।