বাসস
  ১৭ জুন ২০২৪, ১০:২০

রাঙ্গামাটিতে পবিত্র ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত

রাঙ্গামাটি, ১৭ জুন, ২০২৪(বাসস): যথাযোগ্য মর্যাদায় জেলায় পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে। 
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 
 এ ছাড়া জেলা শহরের আরো ৬টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং মসজিদে-মসজিদে এলাকা ভিত্তিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এর মধ্যে রিজার্ভ বাজার জামে মসজিদে সকাল ৮টায় শহরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭ টায় আদালত প্রাঙ্গন মাঠে  ঈদ জামাত অনুষ্ঠিত হয়।  সকাল সাড়ে ৭টায় কাঠালতলী জামে মসজিদে, সকাল ৮টায় বনরুপা জামে মসজিদে, সকাল ৭টা ও সাড়ে ৮টায় কলেজ গেইট জামে মসজিদে, সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় ভেদভেদী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
তবলছড়ি কেন্দ্রীয়  ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ আদায় করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 
রাঙ্গামাটি পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ আদায় করেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ। 
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর রিজার্ভ বাজার জামে মসজিদের ঈদের জামাত আদায় করেন।
ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়োজিত রয়েছে।