বাসস
  ১৭ জুন ২০২৪, ১১:১২
আপডেট  : ১৭ জুন ২০২৪, ১১:২৬

কুষ্টিয়ায় ১২৫টি ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

কুষ্টিয়া, ১৭ জুন, ২০২৪ (বাসস): জেলায় ১২৫টি ঈদগাহে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ মুুসুল্লীরা অংশগ্রহণ করেন। ঈদুল আযহা উপলক্ষে ঈদগাহে নানা রকম সাজ সজ্জায় সজ্জিত করা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়