বাসস
  ১৮ জুন ২০২৪, ১১:৩৩

সিলেট নগরীতে ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারন

সিলেট, ১৮ জুন, ২০২৪ (বাসস): সিলেট মহানগরীতে মাত্র ১২ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঈদের দিন সকাল থেকে কাজ করছে সিটি করপোরেশনের ১৬’শ পরিচ্ছন্ন কর্মী। আর একাজে সার্বিক তদারকি করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর এই তথ্য নিশ্চিত করে জানান, ঈদুল আজহার জামাত শেষে সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের সঙ্গে সকালের নাশতা করেন। পরে সিসিকের ১৬’শ কর্মীকে নামানো হয় পরিচ্ছন্নতা অভিযানে। বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার জন্য প্রথমে মহানগরের নালাগুলো পরিচ্ছন্ন করেন কর্মীরা। পরে প্রত্যেক ওয়ার্ডে ভাগ করে দেওয়া হয় তাদের। সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে নগরীর কোরবানির সকল বর্জ্য অপসারন করতে সক্ষম হন তারা। পরিচ্ছন্নতা অভিযান নিজেই তদারকি করছেন সিসিক মেয়র।