শিরোনাম
গোপালগঞ্জ, ১৮ জুন, ২০২৪ (বাসস): জেলার মুকসুদপুরে বাস প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে ১০ টারদিকে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৯৫৮), (প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-১৪-৩০৬০) এবং একটি ইজবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী রাজিব শেখ (২৭) নিহত হয় এবং অপর ৩জন সাহেব আলী শেখ (৫০), পাপ্পু শেখ (১৮) এবং জান্নাতি (১০) আহত হয়েছে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শিতল চন্দ্র পাল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করে। তবে গুরুতর আহত জান্নাতিকে উন্নত চিৎিসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত রাজিব শেখ উপজেলর মোল্লাদি গ্রামের শুকুর আলী শেখের ছেলে। আহত সবাই একই গ্রামের বাসিন্দা।
ইনেসপেক্টর আরও জানান, সংঘর্ষের ঘটনায় বাস রাস্তার খাদে পড়ে যায়, প্রাইভেটকার ও ইজিবাইক দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।