শিরোনাম
ঢাকা, ১৯ জুন, ২০২৪ (বাসস ): প্রতিথযশা কবি অসীম সাহার পরলোকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
বাংলা সাহিত্যে অবদানের জন্য অসীম সাহা একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছিলেন।
আজ এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
প্রতিমন্ত্রী প্রয়াত কবির আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, কবি অসীম সাহা গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।